কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ৪ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও দিনের বেলায় বেপরোয়া গতিতে বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়কের দাবীতে দূর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ।
দ্বিতীয় দিনের মতো সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শত কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্বতঃষ্ফুর্ত অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আর কত মায়ের বুক খালি হলে সড়কে মৃত্যুর মিছিল থামবে? তারা দিনের বেলায় বেপরোয়া গতিতে বালুবোঝাই ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে।
উল্লেখ্য, গত শনিবার রাতে শিক্ষার্থীদের পিকনিকের পিক-আপ ভ্যানের সাথে বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ৪ শিক্ষার্থী নিহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে দুর্গাপুর উপজেলা সর্বস্তরের মানুষ।