কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক করে ফিরে যাওয়ার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের চাপায় চারজন এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় রবিবার বিক্ষোভ ও উত্তালে পুরো দুর্গাপুর উপজেলা। এঘটনার প্রতিবাদে রবিবার (১ মার্চ) সকাল থেকে পৌর শহরের প্রেসক্লাব মোড় এলাকায় দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সচেতন ছাত্র সমাজ।
এ ঘটনায় নিরাপদ সড়ক সহ নানা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ সময সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরার জানায়, আর কত রক্ত দিলে বন্ধ হবে সড়কে মৃত্যুর মিছিল, প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সড়কে মৃত্যুর মিছিলে সংখ্যা কমাতে পারেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক থেকে সরবো না।
গত শনিবার (২৯ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিপুর কালা মার্কেট এলাকায় বালুবাহী লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা শিক্ষার্থীরা সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির আরেকটি বালুবাহী ট্রাক শিক্ষার্থীদের চাপা দেয়।
এতে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার শালীহর এলাকার আরশাদুল, ইয়াসিন, হৃদয়, মাহবুব। চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলে, একজন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আহতদের মধ্যে শাহিন, আলামিন ও মাহবুবকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানের মাহবুব মারা যায়। তারা সকলেই সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলো। এছাড়া আহত হয় আরো কমপক্ষে ১০ জন শিক্ষার্থী।