কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্রা ভাটিপাড়া গ্রাম থেকে অজ্ঞাত (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে কেন্দুয়া থানায় নিয়ে অাসে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা চিরাং ইউনিয়নের বাট্রা ভাটিপাড়া গ্রামের চা দোকানী কুদ্দুস মিয়ার দোকানের সামন থেকে এ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুল বাশার জানান, স্থানীয় ব্যাক্তিদের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানা যায়, অজ্ঞাত ব্যাক্তিটি চা দোকানী কদ্দুছ মিয়ার দোকানের সামনে হঠাৎ কোথায় থেকে এসে বসে পড়ে। পরে অজ্ঞাত ব্যাক্তি হঠাৎ মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
তবে এলাকায় উপস্থিত লোকজনে তাৎক্ষণিকভাবে পরিচয় সনাক্ত করতে পারছে না।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করছি সে হয়তো মানসিক ভারসাম্যহীন হবে। মৃতদেহটি শনাক্ত করতে ডিএনএ টেস্ট সহ আলামত সংগ্রহ করে রাখা হবে। যদি কোন ব্যক্তি তার পরিচয় দিতে পারে তার কাছে লাশটি বুঝিয়ে দেয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।