কে. এম. সাখাওয়াত হোসেন :
”এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানে নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ১২টায় নেত্রকোনা প্রেসক্লাব ক্যান্টিনের বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) নেত্রকোনা এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এতে নেত্রকোনা নাটাবের সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম শাহীনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান, বিশেষ অতিথি প্রেস ক্লাব সম্পাদক শ্যালেন্দু পাল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, ডেনিয়েম ফাউন্ডেশনের ক্লিনিক ইনচার্জ মো. শহীদুল ইসলাম সেলিম, নাটাবের ফিল্ড অফিসার কামরুজ্জমান সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন, তামাক জাতীয় দ্রব্য সেবনে, হাসি ও কাশির মাধ্যমে যক্ষ্মা রোগের সংক্রম হয়ে থাকে। তামাক জাতীয় পণ্য পরিহার ও গণপরিবহনে ভ্রমনে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আপনি বা আপনার পরিচিত কারো যক্ষ্মা হলে, তার চিকিৎসা নিশ্চিত করতে হবে। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। সংক্রমন ব্যাধি এই রোগের সচেতনায় সৃষ্টি করতে সকলকে এগিয়ে আসতে হবে। এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে কাশি যক্ষ্মার প্রধান লক্ষণ। এক্ষেত্রে কাশি পরীক্ষা করাতে নিকটস্থ যক্ষ্মা নির্ণয় কেন্দ্রে আসতে হবে।
এছাড়াও এই মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।