কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার মদন উপজেলায় নিখোঁজের এক দিন পর সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোবিন্দশ্রী বালই নদীর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা মদন পৌরসভার মাহমুদপুর গ্রামের মৃত হফিজ আলীর ছেলে।
নিহত বৃদ্ধা গত সোমবার দেওয়ান বাজারে এসে নিখোঁজ হন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে ওই রাতেই তার সন্ধানের জন্য মাইকিং ও মঙ্গলবার সকালে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওই দিন দুপুরে খবর আসে বালই নদীর পাড়ে এক বৃদ্ধের লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সিদ্দিকুর রহমানের মরহেদ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে।
এব্যপারে মদন থানার মদন থানার ওসি মো. রমিজুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরহেদ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।