কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার মদন উপজেলায় ৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দ্রশ্রী-ঘাটুয়া সড়কের হাওর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আই.এস নূরের ছেলে হাবিব মিয়া (২১) ও একই গ্রামের মৃত তৈয়ব নূরের ছেলে নাহিদ হাসান (২২)। আটককৃতরা মঙ্গলবার ভোরে দিরাই থেকে গাঁজা নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ঘাটুয়ার দিকে রওনা হলে পুলিশ তাদের আটক করে।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ্রশী-ঘাটুয়া সড়কের হাওর থেকে ৬ কেজি গাঁজাসহ হাবিব ও নাহিদকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নেত্রকোনাা কোর্ট হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।