কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনায় লেভেলক্রসিংয়ের গেইটম্যান ঘুমিয়ে থাকায় ট্রেনের ধাক্কায় সিমেন্টের ট্রাক উল্টে গেছে। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে মোহগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেসের ধাক্কায় নেত্রকোনা সদর উপজেলার বাংলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এতে দূর্ঘটনায় কবলিত ট্রাকের ড্রাইভার হেল্পার আহত হওয়ার খবর এলাকাবাসী বললেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে দ্বায়িত্বপ্রাপ্ত গেইটম্যান সুলতানও ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ট্রাকের মালিকও নিচ্ছেনা খোঁজ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিফটে দুজন করে গেইটম্যান রয়েছে সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নের বাংলা বাজার নামক লেভেলক্রসিংয়ে। কিন্তু প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোরের দিকে যখন ট্রেনটি আসে তখন গেইটম্যান টের পাননি। এদিকে ট্রাকটি ট্রেনকে অভারটেক করতে গেলে পিছনের অংশে ধাক্কা খেয়ে উল্টে যায়।
পরবর্তীতে কিছুটা আহত অবস্থায় ট্রাকের চালক এবং হেল্পার হাসপাতালের কথা বলে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী গেইটম্যান সুলতানকে ডেকে তুলেন। এই খবরে জিআরপি মোহনগঞ্জ ফাড়ির পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে মোবাইল ফোনে গেইটম্যান সুলতান মিয়া জানায়, নেত্রকোনা থেকে প্রতিদিন ট্রেন ছাড়লে তাকে জানানো হয়। কিন্তু মঙ্গলবার নেত্রকোনা বা রাজুরবাজার কোথাও থেকে তাকে জানানো হয়নি। তিনি ট্রেনের হুইসেল শুনে গিয়ে বাঁশ দিলেও ট্রাকটি তা না মেনে ঢুকে পড়ে। এতে করে ট্রাকের পিছনের চাকা আটকে যায় এবং ধাক্কা খায়। কিন্তু কেউ আহত হয়নি। ওরা পালিয়ে গেছে।
এ ব্যাপারে মোহনগঞ্জ জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সমর বড়–য়া জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। গেইটম্যানকে পাওয়া যাচ্ছে না। তবে তাদের ভাষ্য ট্রাকটি ট্রেনকে অভারটেক করেছিলো। কিন্তু পরিস্থিতি বিবেচনায় দেখা গেছে উভয়েরই ত্রুটি ছিলো। ট্রাকের চালক হেল্পারও পালিয়ে গেছে। ট্রাকের মালিকও কোন খোঁজ নিচ্ছে না। আমরা তদন্ত করছি।