কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনায় ‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভুমিকা’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্র অফিসে এই মত বিনিময় সভার আয়োজন করে।
বিএনপিএস-এর কন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে জনউদ্যোগের ফেলো, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক পল্লব চক্রবর্তী, নারী নেত্রী মনোয়ারা খাতুন ও মুক্তা প্রমূখ।
মত বিনিময় সভায় বক্তারা, দেশের অর্ধেক নারী। তাদেরকে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়নে সবার আগে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিক করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলার উপর গুরুত্বারোপ করেন।