কে. এম. সাখাওয়াত হোসেন
“বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বেকার মুক্ত হবে বাংলাদেশ” ও “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, বাংলাদেশে বেকার আর থাকবে না” এই শ্লোগানে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাদ পড়া চাকরি প্রত্যাশীদের প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মোক্তারপাড়া প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকুরী প্রত্যাশীরা।
এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি সৈয়দ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক হৃষিকেশ বিশ্বাস, সহ-সম্পাদক শম্পা রায়, প্রান্তি তালুকদার সভাপতি মানিক চন্দ্র পালসহ আরো অনেকেই।
এ সময় মুজিববর্ষে বেকার থাকবে না কেউ, প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষিত বেকারত্ব যন্ত্রনার অভিশাপ থেকে মুক্তি দিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল নিয়োগের মাধ্যমে সরাসরি নিয়োগ প্রদানের জোর দাবি জানান বক্তারা।