কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা ২০২০। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। আলোচনায় শিক্ষক, বই ব্যাবসায়ী, লেখক, সাংবাদিক রাজনৈতিক, জনপ্রতিনিধি, সামজিক ও সরকারী বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে মেলার স্থান নির্ধারণ করা হয়। সেইসাথে বইমেলার শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে একই স্থানে মুজিবমেলার প্রস্তাবটিও গৃহীত হয়।
আগামী ১২ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত বইমেলা ও মুজিব মেলা অনুষ্ঠিত হবে। এতে মোট ৫০টি স্টল স্থান পাবে। প্রতিদিন মেলায় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিদিন তাদের গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে।