মোহনগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতিকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date:

Share post:

 

কে. এম. সাখাওয়াত হোসেন :

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা দিকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান সোহেল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংবর্ধনার আগের দিনই স্থানীয় একটি মহল সাধারণ মানুষের মনে ভীতি ও ত্রাস সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মকান্ড চালায়। পরবর্তীতে সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করার জন্য কতিপয় দুর্বৃত্তরা বিভিন্ন রাস্তায় হামলা চালায় ও মারধরের ঘটনা ঘটায়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এড. লতিফুর রহমান রতন সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে এসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।

পরবর্তীতে লতিফুর রহমান রতন তার বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ধিক্কার জানিয়েছেন বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের একটি অংশ। গত ১৯ ফেব্রুয়ারি ওই অংশটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এরপর গত ২২ ফেব্রুয়ারি সভাপতির মতামত না নিয়েই দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সভা ডেকে সভাপতিকে অব্যাহতি দেয় ও সংবাদ সম্মেলন করে। আমরা উপজেলা আওয়ামী লীগ তাদের এই অগঠনতান্ত্রিক ও ভিত্তিহীন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা মুজিব বর্ষের মতো একটি মহৎ সময়ে মোহনগঞ্জের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে এ ধরনের কর্মকান্ড বন্ধ করে মোহনগঞ্জের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক, সদস্য আশরাফুল আলম চৌধুরী টিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সুকতান আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল হক, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হাশেম, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুফাজ্জল হোসেন, ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম আযম পিয়াসসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...

পূর্বধলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃনেত্রকোনার পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির এর উদ্যোগে সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও আলোচনা...