ডেস্ক রিপোর্ট::
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর বিরুদ্ধে জুতা পায়ে শহীদ মিনারে ওঠার অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২ টায় ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পূর্বে একটি ছবিতে তাকে জুতা পায়ে দেখা যায় এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। একই ছবিতে সাংসদ এস এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অনেকের খালি পায়ে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটিতে বিভিন্ন ধরনের মন্তব্যের ঝড় বয়ে যায়।এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সাথে কথা হলে তিনি বলেন, এটা শহীদ মিনারের নিচের অংশ, আমি খালি পায়ে শহীদ মিনারে উঠেছিলাম।