কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সকল স্তরের জনতা। স্থানীয় শহীদ মিনার চত্বরে স্ব স্ব ব্যানারে র্যালি নিয়ে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
সকালে সাতটায় বিভিন্ন স্কুল, সামাজিক সংগঠন শিশু ছায়া, হিমু পাঠক আড্ডা, শতদল গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিস্ট সহ অন্যান্য সকল দলের নেতাকর্মীরা প্রভাতফেরিতে অংশ নেয়।
অন্যদিকে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবে করতে বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান আলোকসজ্জার মধ্য দিয়ে প্রথম প্রহরে শুভসূচনা করেন। পরে একে একে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড , নেত্রকোনা জেলা প্রেসক্লাব, জেলা জজ আদালত, রেড ক্রিসেন্ট সোসাইটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্টান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রেড ক্রিসেন্ট ও স্কাউট স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খল পরিবেশের মধ্যদিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।