কে. এম. সাখাওয়াত হোসেন :
নিরাপদ সড়কের দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে দুর্গাপুর সুসং সরকারি মহাবিদ্যালয় সামনে ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে সরকারি মহাবিদ্যালয় শিক্ষার্থীসহ দুর্গাপুর উপজেলার সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় । এ সময় তারা বেপরোয়া গতির বালুর ট্রাকগুলো সড়কে যে পরিমাণে দুর্ঘটনা ঘটাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।
পাশাপাশি সড়কগুলোতে ভেজা বালু পরিবহন বন্ধ, দিনের বেলা সকল ভারী যানবাহন চলাচল বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার স্থাপন, হাইড্রোলিক হর্ন বন্ধ সহ ৮টি দাবি তুলে ধরেন ।