পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্ন’র ৩ ভাষা সৈনিককে আজ ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও এর কার্যালয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন- ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ তালুকদার,ভাষা সৈনিক মোঃ ইউনুস আলী মন্ডল ও ভাষা সৈনিক আজিম উদ্দিন। ইউএনও উম্মে কুলসুম এ সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাওহীদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার প্রমুখ।