পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পূর্বধলা প্রেসক্লাব নেতৃবৃন্দরা। শুক্রবার দিবাগত (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পনকালে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম,সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিমুল, সদস্য জুলফিকার আলী শাহীন, জাকির হোসেন খান কামাল ও দৈনিক পূর্বময় ডটকম পত্রিকার পূর্বধলা প্রতিনিধি নজরুল ইসলাম খান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।