কে. এম. সাখাওয়াত হোসেন (নেত্রকোনা) :
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনা পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের ১২নং বৈরাটী ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তেনুয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, “স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আজ আমরা সগৌরবে মাথা উঁচু করে বাঁচতে পারছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে একটি অনুকরণীয় মডেল দেশে পরিণত হয়েছে। তাই মুজিব শতবর্ষে জননেত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলে একযোগে কাজ করতে হবে। এই হোক আমাদের অঙ্গীকার।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু ও আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন মাস্টার সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।