কে. এম. সাখাওয়াত হোসেন :
অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তৃতীয় তলার হলরুমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও প্রাথমিকরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে দুপুরে জেলা প্রেসক্লাবের সহ-সভপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, সাবেক সদস্য সচিব এম ফখরুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন ধর গুপ্ত, সাংবাদিক আলপনা বেগম, কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক নজরুল ইসলাম, মীর মনিরুজ্জামান সহ প্রমুখ।