কে. এম. সাখাওয়াত হোসেন :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনায় পঞ্চমবারের মতো ফাল্গুনের কবিতা ও দেয়াল পত্রিকা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থীরা শতাধিকের উপরে দেয়ালিকা প্রকাশ করেছে। নেত্রকোনা সরকারি কলেজ চত্তরে এই ফল্গুনের কবিতা ও দেয়াল পত্রিকার আয়োজন করে কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের ছোট কাগজ ‘অনুধ্যান’-এর আয়োজনে উৎসবের উদ্বোধন করেন কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল বাসেত এবং তাঁর সভাপতিত্বে ও কবি সরোজ মোস্তফার সঞ্চালনায় উৎসব অনুষ্ঠানে ছয়জন গুণীজনকে ‘অনুধ্যান সম্মাননা’-২০২০ প্রদান করা হয়েছে।
এবার যারা সম্মাননা পেয়েছেন শিক্ষা ও সংস্কৃতিতে অধ্যাপক নেলী বড়ূয়া ও আলী ওসমান স্যার, প্রামান্য চিত্র নির্মাতা সেন্টু রায়, আলোকচিত্রে বারীণ ঘোষ, চিত্রে রাজীব আহসেন ও যাত্রা গানের বিবেক ছাড়াও দ্রুপতি সংগীতের সকল শাখায় বিচরন করা গৌরাঙ্গ আদিত্য।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লেখক ও গবেষক যতীন সরকার, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল মতিন ভূঞা, শিক্ষক পরিষদের সম্পাদক ফেরদৌস আলম। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃিতক ব্যক্তিত্ব সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিকের উপর দেয়ালিকা প্রকাশনাকারী শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে পুরষ্কৃত করেছেন সম্মানিত অতিথিরা।