নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা মডেল থানা পুলিশ কর্তৃক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক সচেতনতা মূলক প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।
বৃস্পতিবার (২০ ফেব্রুয়ারী) নেত্রকোনার জেলা শহরের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শহীদ, সদর মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত)নাজমুল হাসান, নারী ও শিশু বিষয়ক পুলিশ অফিসার রাজিয়া, এস আই নামুল হুদা সহ থানার অফিসারবৃন্দ।
এ সময় তারা বিদ্যালয় মাঠে উপস্থিত স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে ৯৯৯ এর লিফলেট বিতরন করা হয়।