কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সমাপ্ত হয়েছে তিদিনব্যাপী শারীরিক প্রতিবন্ধি ব্যাক্তিদের ফিজিওথেরাপি ক্যাম্প। উপজেলার বারসিক রামেশ্বরপুর রির্সোস সেন্টারে তিনদিনব্যাপী ভ্রাম্যমান ফিজিও থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা প্রতিবন্ধি সাহায্য ও সেবাকেন্দ্রের আয়োজনে বারসিকের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন কার্যক্রমের আওতায় প্রায় ২১৫ জনকে চিকিৎসা দেয়া হয়। মোট ২৫টি গ্রামের শিশু, কিশোর-কিশোরী, যুব, প্রাপ্ত বয়স্ক ও প্রবীণ প্রতিবন্ধিরা এই সেবা নেন। গত ১৭থেকে ১৯ ফেব্রুয়ারি আটপাড়া উপজেলার স্বরমুশিয়া, তেলিগাতি, বানিয়াজান, সুনুই, দুওজ, সদরের ল²ীগঞ্জ, কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ এই সেবা প্রদান করা হয়।
থেরাপি ক্যাম্পের প্রথম দিনে শারীরিক প্রতিবন্ধি ব্যক্তিরা থেরাপি চিকিৎসা নিতে ফিজিও থেরাপি ক্যাম্পে এসে নাম তালিকাভূক্ত করেন। পরে মোবাইল রিহেবিলিটেশন কার্যক্রমের অডিও মেট্রিশিয়ান এর মাধ্যমে প্রতিবন্ধি ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে থেরাপি প্রদানের জন্য নির্বাচন করা হয়। যেসকল শারীরিক প্রতিবন্ধি ব্যক্তিদের থেরাপি দেয়ার পর সুস্থ্য হওয়ার বা উন্নয়নের সম্ভাবনা রয়েছে তাদেরকে পরপর তিনদিন ক্যাম্পে এসে থেরাপি নিতে এবং তিনদিনের বেশি থেরাপি নেয়ার প্রয়োজন হলে নেত্রকোনা জেলা অফিসে গিয়ে বাকী থেরাপিগুলো নেয়ার পরামর্শ প্রদান করা হয়।
উদ্বোধনী থেকে সমাপনী দিন পর্যন্ত জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা বাবু সঞ্জিব চক্রবর্তী, ফিজিও থেরাপিস্ট ডাঃ মুশফিকুর রহমান ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান ক্যাম্প পরিচালনা করেন। তিনদিন ব্যাপী প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ক্যাম্পে ফিজিও থেরাপিস্ট মো. মাসুদ রানা ও রুহুল আমীন শারীরিক প্রতিবন্ধি ব্যক্তিদের বিভিন্ন ধরণের থেরাপি দেন। শারীরিক প্রতিবন্ধিদের সমস্যার ধরণ অনুযায়ী চার ধরণের থেরাপি প্রদান করা হয়।
হেল্থ থেরাপি ক্যাম্প আয়োজনের ফলে আটপাড়া উপজেলা বিভিন্ন গ্রামের সকল শ্রেণী, বয়স ও পেশার শারীরিক প্রতিবন্ধি ব্যক্তিদের থেরাপি চিকিৎসা সহজলভ্য হয়েছে। এর ফলে তারা বিনা খরচে চিকিৎসা নিতে সক্ষম হয়েছে।