নেত্রকোনা প্রতিনিধি :
অমর একুশে গ্রন্থমেলায় ২০২০ এ মুজিববর্ষে নেত্রকোণাবাসীর জন্য সেরা উপহার প্রফেসর ননী গোপাল সরকারের স্মৃতি গ্রন্থ “স্মরণে বঙ্গবন্ধু, নেত্রকোণা ও অন্যান্য প্রসঙ্গ” বইটি।
বাংলাদেশের ইতিহাস, গুরুত্বপূর্ণ অজানা তত্ত্বভাণ্ডার সমৃদ্ধ, পুরো বাঙালির গবেষণাক্ষেত বইটি রামশংকর দেবনাথের বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ করেছে এসময়কার খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলায় ৩৮২-৩৮৩ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটি সম্পর্কে লেখক প্রফেসর ননী গোপাল সরকার বলেন, বইটি তিন খন্ডে ভাগ করা হয়েছে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে নেত্রকোণায় কলেজ মাঠে এক সভায় শেষ বারের মতো এসেছিলেন, প্রথম খন্ডে রয়েছে বঙ্গবন্ধু স্মরণে ৭টি প্রবন্ধ । ২য় খন্ডে রয়েছে নেত্রকোণার ইতিহাস ও ঐতিহ্য, বীর শহীদদের কথা, লোক-সংস্কৃতি যাত্রাপাল, পত্র-পত্রিকা প্রসঙ্গ, ডিজিটাল নেত্রকোণা সহ বিভিন্ন দিক নিয়ে রয়েছে ৯ প্রবন্ধ। এছাড়াও ৩য় খন্ডে রয়েছে সাহিত্য-সংস্কৃতি-অর্থনীতি বিষয়ক ১১টি প্রবন্ধ যাতে রয়েছে গুরুত্বপূর্ণ অজানা তত্ত্বভাণ্ডার।
এর আগে লেখকের প্রকাশিত হয়েছে উপন্যাস- জনম জনম শুকতারা (১৯৯৭), মনযমুনা(২০১৩), গল্প সংকলন- হৃদয়ের পুষ্পপাতে গল্প কথা (২০১৫),হৃদয়ের পুষ্পপাতে ২(২০১৭), কবিতার বই- পদ্মের জন্মকথা(২০১৬), একদিনের বায়ান্ন কবিতা (২০১৯)ছাড়াও স্বাধীন বাংলাদেরে অভ্যুদয়ের ইতিহাস, অনার্স- মাস্টার্স এর পাঠ্য বই সহ মোট ১২ গ্রন্থ।