বাবলী আকন্দ ঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়াম থেকে আজ এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় বর্ণাঢ্য র্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ মিজানুর রহমান।
বর্ণাঢ্য র্যালীতে শিল্পকলার শিক্ষার্থীবৃন্দ নেচে গেয়ে ভেপু বাজিয়ে আনন্দে উদ্বেলিত হয়ে অংশগ্রহণ করে। পরে শিল্পকলা একাডেমীর হলরুমে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ হতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় ময়মনসিংহ জেলার কৃতি সন্তান রাকিবুল হাসানকে সংবর্ধনা দেয়া হয়। রাকিবুল হাসান সকলের নিকট দোয়া চান যেন বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান তুলে ধরেন। রাকিবুল হাসানের অটোগ্রাফ ও ফটোগ্রাফ নিতে আগ্রহী ছোট ছোট শিশুদের ভীড় করতে দেখা যায়। রাকিবুল হাস্যোজ্জ্বল মুখে সবার সাথে ছবি তুলেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কাজী আজাদ জাহান শামীম, এড ইমদাদুল হক সেলিম, আজহার হাবলু, আপেল চৌধুরী, সাইফুল ইসলাম দুদু, আবুল কাশেম, নজীব আশরাফসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পকলা একাডেমীর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। উপস্থাপনায় ছিলেন সারোয়ার জাহান, সোনিয়া জাহান মনি। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ।