কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কিশোরগঞ্জের তাড়াইল সড়কে অটোরিকশার ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তি মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের মৃত হাজি জহির উদ্দিনের ছেলে মঞ্জুরুল হক (৭০)। তিনি ইঞ্জিন মেকানিকের কাজ করতেন।
বুধবার দুপুরে গগডা ইউনিয়ন পরিষদের সামনে সাইকেল যোগে গগডা নতুন বাজারে যাওয়ার সময় অপর দিক থেকে আসা অটো তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ওসি রাশেদুজ্জামান জানান, স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে অটোচালক পলাতক রয়েছে।