নেত্রকোনা প্রতিনিধিঃ
হাওর-বাওর ঘেরা নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে অনুধ্যানী কবি মামুন খানের জন্ম।
এবার অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি মামুন খানের নতুন কবিতার বই ‘জলসায়রের পলি। ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে চৈতন্য। মঙ্গলবার থেকে বইটি পাওয়া যাচ্ছে মেলার ২৫০-২৫১ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগ চত্বরের পাশে)।
নতুন এ কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি মামুন খান ফেসবুকে লিখেছেন- প্রতি বছর বা বছর দুয়েক পরপর বই করতে হবে এমন তাড়না আমার কখনোই ছিল না। গত সাত-আট বছরে কয়েকবার পাণ্ডুলিপি গোছিয়েও বই করার সিদ্ধান্ত থেকে সরে গেছি। বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য তাগাদা শুনেছি আর মনে মনে ভেবেছি, আরেকটু সময় নেই। সদ্য লেখা কবিতার মুগ্ধতা দিন সাতেক পর যেমন টিকে না, তেমনি গত কয়েক মাসের প্রিয় কবিতাগুলো বছর দুয়েক পর তেমন নাও টানতে পারে। আমার ক্ষেত্রে এমনটা বরাবরই ঘটে আসছে। অনেকটা সময় পার করার পর আত্মমুগ্ধতার জাগায় যেগুলো উতরে যায়, সেগুলোই আমার কাছে, আমার কবিতা। গত প্রায় এক দশক ধরে লেখা কবিতা থেকে বেছে বেছে এমনই কিছু পছন্দের কবিতা দিয়ে সাজিয়েছি আমার তৃতীয় কবিতার বই ‘জলসায়রের পলি’।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জল ও জলপাই’, ‘বাইরে দুপুর ভিতরে ভৈরবী’, ‘হট্টিটিগুচ্ছ’(যৌথ), যৌথ সম্পাদনায় ‘শূন্য দশকের প্রেমের কবিতা’ বইটি।