কে.এম. সাখাওয়াত হোসেনঃ
নেত্রকোনা দুর্গাপুরে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে ট্রাকের চাপায় ঝরে গেল আরেকটি তাজা প্রাণ। মঙ্গলবার সকাল ১১ টায় পৌর শহরের উৎরাই বাজারের দক্ষিণ পাশে বালিবাহী ট্রাকের চাপায় ইশা (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ইশা উপজেলার কৃষ্ণচর গ্রামের মাওলানা শরিফুল আলমের কন্যা ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল করে বাবা ও মেয়ে উৎরাইল বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এই সময় সুমেশ্বরী নদী থেকে বালি বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল আলম মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়লেও শিশু ইশা গাড়ি ছিটকে সড়কের উপর পড়লে ট্রাকটি শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এর আগে গতকাল সোমবার বিকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকে থাকা শ্রাবন্তি (২) মারা যায়। শিশুটির মা সহ ইজিবাইকের চার যাত্রী গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি তদন্ত মীর মাহাবুব জানান ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে পুলিশের অভিযান অব্যহত আছে।