কে. এম. সাখাওয়াত হোসেন :
সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫ পর্ষন্ত ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাড়ীতে করে পথসভার ন্যায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই ঘন্টাব্যাপী এই কর্মশালাটি উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফার সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, “লাল-সবুজের জাতীয় পতাকা মানেই শুধু এক টুকরো কাপড় নয়। এ পতাকা আমাদের রাষ্ট্রের পরিচয়, আমাদের জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।”তাই কোনোভাবেই জাতীয় পতাকার অবমাননা করা চলবে না।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এই ধরণের ভ্রাম্যমান কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাইজবাগ ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিটু সহ প্রমুখ।