মোঃনজরুল ইসলামঃ আজ সোমবার বেলা ১.১৫ ঘটিকার সময় নেত্রকোনার পূর্বধলা সদরের উত্তর বুধি গ্রামের মৃত আঃহাই শেখের ছেলে মোঃ ইউনুস আলী শেখ(৫৫) -র আধা পাকা বসত ঘরটি পুড়ে সম্পুর্ন ভস্মিভূত হয়ে যায়।ধারনা করা হয় বৈদ্যুতিক শর্টস সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়,সাথে সাথে এর লেলিহান শিখা সমস্থ ঘর ছড়িয়ে পড়ে। এ সময় ইউনুস আলী শেখ যোহরের নামাজ কায়েম করার জন্য পার্শবতী রেলওয়ে ষ্টেশন জামে মসজিদে নামাজরত অবস্থায় ছিল।ইউনুস শেখের স্রী তার শিশু বাচ্চাকে নিয়ে স্থানীয় মিডিয়া আইডিয়াল স্কুলে ছিল,যার জন্য বসত ঘরটি তালাবদ্ধ থাকায় স্থানীয় জনতা আগুন নিভাতে গিয়ে কিছুটা বিরম্বনায় পরে। জনতার প্রানান্তকর চেষ্টায় অনেকক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইউনুস আলীর সাথে কথা বলে জানাযায় আলমারিতে রাখা জমি বিক্রীর নগত সারে চার লক্ষ টাকা, তিন ভরি সোনার গহনা সহ প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।উক্ত ঘটনা পরিদর্শন করেন পূর্বধলা থানার তদন্ত অফিসার আবু বক্কর সিদ্দিক, পুলিশ উপ -পরিদর্শক কামরুল ইসলাম।