কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়াারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ও মোহনগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে মুক্তিযোদ্ধা অফিসের সামনে মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মোহনগঞ্জে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসানকে গণসংবর্ধনা দেয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।