স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত ময়মনসিংহ” পরিবারের উদ্যোগে ১৬-০২-২০২০ রবিবার জাগ্রত ময়মনসিংহের রামবাবু রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বাদ এশা বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি’র দূর্ঘটনাজনিত কারণে মারাত্মকভাবে আহত হওয়ায় দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন জাগ্রত ময়মনসিংহের পরিবারের সদস্য আলহাজ্ব মো: আল আমীন।
দোয়া ও মিলাদ মাহফিলে জাগ্রত ময়মনসিংহের পরিবারের অন্যতম সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,সঙ্গীতশিল্পী আমিরুল ইসলাম সাগর,স্বপ্না খন্দকার, মাহমুদা মলি,রনি রাসেল,আনিছুর রহমান স্বপন,মাহমুদুল আমিন সোহাগ,সুমন চন্দ্র ঘোষ,এম এ মোতালেব, শরীফ আহমেদ,রাকিব হাসান,রফিকুল ইসলাম মাস্টার,বিপ্লব চন্দ্র বর্মন ও মুরাদ আবিদ খান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।