বাবলী আকন্দঃ টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজিএস) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত ময়মনসিংহ বিভাগীয় কমটির ৩য় সভা আজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ থাকায় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ।
এসময় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এর সুস্থতা কামনা করে সভার কাজ শুরু হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী, গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতিসহ জেলা পর্যায়ের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। টেকসই উন্নয়ন অভীষ্টসমূহে বর্ণিত অভীষ্ট ও সূচক অনুযায়ী দপ্তর/ সংস্থার কর্মসূচি / প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন ছক আকারে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, রেঞ্জের অতিরিক্ত পুলিশসুপার মনিরুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের বিভাগীয় পরিচালক ও এসডিজিএস বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব তাহমিনা আক্তার, সহকারী পরিচালক আলী হায়দার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রকিব আহমেদ, বিভাগীয় জয়িতা সৈয়দা সেলিমা আজাদ, সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।