পূর্বময় ডেস্কঃ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি শনিবার সকাল সাড়ে ৯টায় গাজীপুর চৌরাস্তা মোড়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। এখন শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে একটা প্রাইভেট কার বিভাগীয় কমিশনের পাজেরো গাড়িকে ধাক্কা দেয়। এতে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের পায়ে প্রচন্ড আঘাত পান এবং শরীরের অন্যান্য স্থানে আঘাত পান। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।
এ বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, খন্দকার মোস্তাফিজুর রহমান মাথা-পা ও হাতে বেশি আঘাত পেয়েছেন। তিনি আশঙ্কমুক্ত কি না তা রিপোর্টের পর বলা যাবে।
ময়মনসিংহ প্রশাসন ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী বিভাগীয় কমিশনারের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।