নেত্রকোনা প্রতিনিধি.করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার হাসেম প্লাজার (5তলায়) 15 ই ফেব্রুয়ারি শনিবার বেষ্ট লাইফের হল রুমে সাপ্তাহিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাপ্তাহিক উন্নয়ন সভায় বেষ্ট লাইফের জয়েন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেত্রকোনা জোনের ইনচার্জ মোঃ মাসুম হাসান জামাল বলেন,আমরা যারা বীমাতে কাজ করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এটি একটি মহৎ পেশা।যে পেশায় আমরা দেশের উন্নয়নের একজন অংশিদার।কারন আমাদের কাজের মাধ্যমেই আমরা আমাদের দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবো।
আমরা আমাদের কাজের মাধ্যমে একটি সোনার বাংলা উপহার দিতে পারবো যদি সেই কাজ আমরা সততা ও নিষ্টার সাথে করি।
তাই আমরা হাতে হাত রেখে আমাদের কাজ করার অঙ্গীকার করি।
এসময় উন্নয়ন সভার সঞ্চালনা করেন বেষ্ট লাইফের নেত্রকোনা জোনের রিজিওনাল কো-অডিনেটর সাইফুল ইসলাম বাচ্চু।
উন্নয়ন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিজিওনাল কো-অডিনেটর একেএম শামসুল আলম,ডিপিএস ইনচার্জ জেসমিন আক্তার,ব্যাঞ্চ কো-অডিনেটর সোহেল খান দূজ্য়,ব্যাঞ্চ ম্যানেজার রেশমা আক্তার, ব্যাঞ্চ ম্যানেজার হেপী আক্তার, ব্যাঞ্চ ম্যানেজার সাদিয়া আক্তার সহ জেলার সকল উন্নয়ন কমকতা কমচারীবৃন্দ।