কে.এম. সাখাওয়াত হোসেনঃ
নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র ক্যামেরা পারসন শেখ জালালের উপর পুরান ঢাকার বন্ড সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাংবাদিক সমাজের আয়োজনে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বাংলাদেশ প্রতিদিন ও সময় টেলিভিশনের সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লিটন ধর গুপ্ত, সাবেক সভাপতি ভজন দাস, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুজাদুল ইসলাম ফারাস, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক সোহান আহমেদ কাকন, চ্যানেল ২৪ টেলিভিশনের সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মনিরুজ্জামান, দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক কে. এম. সাখাওয়াত হোসেন, স্থানীয় পত্রিকার সাংবাদিক শাহজাদা আকন্দ, ইমন রহমান সহ অন্যান্য সাংবাদিকরা। মানববন্ধনে জেলার শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা রাজধানীর নয়াবাজারে বন্ড সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সারা দেশে ঘটে যাওয়া সকল সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।