কে. এম. সাখাওয়াত হোসেন :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি, পাঁচগাও, ধারাপাড়া, বেদগড়া, গোবিন্দপুর, সেনপাড়া, বগাডুবী, চেংগ্নীসহ প্রায় দশটি গ্রামের একশত শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী কলমাকান্দা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ও বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলান্থ্রপিক সেন্টার, নিউইয়র্ক, ইউএসএ’র সহযোগিতায় এ কম্বল বিতরণ করেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমের আহবায়ক অপূর্ব কান্তি তালুকদার, যুগ্ম সম্পাদক শ্রীদাম দাস, সাবেক সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্তী, কলমাকান্দা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাজন সাহা রুপন, সাধারণ সম্পাদক প্রান্ত সাহা বিভাস, সহসভাপতি নিবাস সাহা, যুগ্ম-সম্পাদক মিন্টু সাহা, কোষাধ্যক্ষ সুব্রত সাহা (মিঠু) সাবেক সভাপতি তাপস রায় প্রমূখ।