কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :
নেত্রকোনা সাহিত্য সমাজ আগামী ১ ও ২ ফাল্গুন ১৪২৬ (১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২০) নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার চত্বর, মোক্তারপাড়া, বকুলতলায়, দু’দিনব্যাপী ২৪তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
দুই যুগ পূর্তি এই আয়োজনের প্রথম দিন সকাল নয়টায় সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন, বিশিষ্ট লেখক, কবি, ও শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান আহমেদ।
বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য নেত্রকোনা সাহিত্য সমাজ কর্তৃক প্রদত্ত খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪২৬-এর জন্য কবি কামাল চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
আয়োজনের প্রথম দিন সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে কবি কামাল চৌধুরীর হাতে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার তুলে দেয়া হবে।
কামাল চৌধুরী সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। তাঁর কবিতায় বাংলাদেশের ইতিহাস, মুক্তি সংগ্রাম, জাতিরজনক, মানুষ আর প্রকৃতি ভিন্নমাত্রিক নান্দনিকতায় চিত্রিত হয়েছে। মিছিলের সমান বয়সীখ্যাত কবি কামাল চৌধুরী জন্ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গামে। পিতা মরহুম আহমদ হােসেন চৌধুরী, মাতা বেগম তাহেরা হােসেন।
এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ত্রিশ এর কাছাকাছি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৪০৩ বঙ্গাব্দ (১৯৯৭ খ্রি.) থেকে প্রতিবছর ১ ফাল্গুন একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কারে ভূষিত করে।
বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৫ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেয়া হয়েছে। তাঁরা হলেন- যতীন সরকার, রফিক আজাদ, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রাবেয়া খাতুন, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হােসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মােহাম্মদ রফিক, মােহাম্মদ নুরুল হক, কবি আসাদ চৌধুরী, সৈয়দ মনজুরুল ইসলাম, কবি খালেদ মতিন (মরণােত্তর), প্রাবন্ধিক রফিকউল্লাহ খান ও কবি মারুফুল ইসলাম।
দু’দিনব্যাপী সাহিত্য উৎসবের এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। সাহিত্য আলোচনা, কবিতা, ছড়া ও গল্প পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশুদের মুক্ত চিত্রাংকন, আলোকচিত্র প্রদর্শনী, নৃত্যানুষ্ঠান, সংগীত ও চন্দ্রাবতীর পালা সহ নানা বর্ণাঢ্য আয়োজন থাকছে দুই যুগ পূর্তি এই সাহিত্য উৎসবকে ঘিরে।