কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনাঃ
নেত্রকোনার পুর্বধলায় একই স্থানে একই সময়ে মাত্র ১০০ গজ দূরত্বের মধ্যে দুইটি ইসলামি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার সন্ধা ছয়টা থেকে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই নির্দেশ জারি বলবৎ রাখার আদেশ প্রদান করেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম। নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক নোটিশে পুর্বধলা উপজেলা সদরের ২নং ওয়ার্ডে হিড়িভিটা গ্রামে এই আদেশ জারি করা হয়।
এ আদেশে উল্লেখ করা হয় যে, হিড়িভিটা মফিজিয়া তালিমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও হিরিভিটা জামে মসজিদের উদ্যোগে পরস্পর ১০০ গজের মধ্যে হবে দুটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। এতে আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সকল সভা সেমিনার বন্ধ রাখা সহ মাইক বা উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আদেশ দিয়ে পুলিশি টহল দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।