কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা : নেত্রকোনায় উদীচীর উদ্যোগে প্রতি মাসের প্রথম শুক্রবারের ধারাবাহিকতায় মাসিক গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) নিয়মিত আয়োজনের ৬ষ্ট পর্বে গান পরিবেশন করেন বিটিভির নিয়মিত শিল্পী পিয়া বৈশ্য। রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই একক গানের অনুষ্ঠান।
নেত্রকোনা জেলা উদীচী গত ছয় মাস ধরে এই আয়োজন নিয়মিত করে আসছে। শিল্পীর সাথে যন্ত্রে সহায়তা করেছেন উদীচীর সংগীত বিভাগের শিক্ষকরা।
প্রতি মাসের প্রথম শুক্রবারে অনুষ্টিত এমন আয়োজনে বিনোদন নিতে শহরের সকল শ্রেনি পেশার মানুষ আসেন। গানের ফাঁকে ফাঁকে বিশিষ্টজনরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চলমান অনুষ্ঠানের উপর।