নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্কাস পার্টির সম্মেলন ৭ ফেব্রুয়ারী শুক্রবার নালিতাবাড়ী পৌর সভার খালভাঙা দূর্গামন্দির মাঠে অনুষ্ঠিত হয় । সম্মেলনে রাজিয়া বেগমকে সম্পাদক একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন ।
রাজিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমটিরি সদস্য ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবু হোসেন । বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন জাসদ সভাপতি ১৪ দলীয় সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া, ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় সদস্য মোসত্মফা আলমগীর রতন , টাঙ্গাইল জেলা সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী এ সময় জাসদের পৌর কমিটির সভাপতি আব্দুল করিম ও সাধারন সম্পাদক আজিনুর রহমান উপস্থিত ছিলেন ।
আলোচনায় —বক্তারা বলেন, বিএনপি নেতার জনগনের জন্য কথা না বলে শুধু মাত্র নিজেদের কথাবলে দিন দিন জন সর্মথন হারাচ্ছে । সরকারের ১৪ দলের শরিক দল গুলোর মধ্যে অন্যান্য দল গুলোর উপজেলা পর্যায়ে চিৎকার চেচামেচি প্রধান দল আওয়ামী লীগের সুবিধা নীতির কারনে কেউ শুনছে না । তাতে জনগন রাজনীতির প্রতি বিশ্বাস হারাচ্ছে । গরিব মানুষের সংগঠিত হতে হবে দূর্নীতিবাজদের বিরম্নদ্ধে সোচ্চার হতে হবে । এই সরকারের প্রধান জননেত্রী শেখহাসিনা বঙ্গবন্ধু কন্যা এই দেশ টাকে যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে । নইলে সুবিধাবাদীদের কারনে আমাদের অর্জন ম্লান হয়ে যাবে ।