কে. এম. সাখাওয়াত হোসেনঃ
নেত্রকোনায় প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় সাংবাদিকদের সক্ষমতা উন্নয়ন শীর্ষক চার দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কানাডিয়ান হাই কমিশনের সহায়তায় ‘নিউজ নেটওয়ার্ক-এর উদ্যাগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার বেসরকারী সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
নিউজ নেটওয়ার্কের কর্মসূচী বিশেষঞ্জ রেজাউল করীমের সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, নেত্রকানা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযাদ্ধা হায়দার জাহান চৌধুরী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উন্নয়ন কর্মী স্বপন পাল, সাংবাদিক এম ফখরুল হক, এ কে এম আব্দুল্লাহ, এম মুখলেছুর রহমান খান, সুহাদা মহ্জাবিন প্রমূখ।
সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, চারদিনের প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে এ দেশের ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সাংবাদিকদের খুরধার লেখনি সম্প্রীতির বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় ৪ জন নারীসহ প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।