নেত্রকানা প্রতিনিধি :
নেত্রকোনায় বিশিষ্ট ছড়াকার, প্রাবন্ধিক ও লোকসাহিত্য গবেষক সঞ্জয় সরকারকে সম্মাননা দেওয়া হয়ছ। বুধবার ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় আব্দুর রহমান ফাউন্ডেশন পরিচালিত এআরএফবি গ্রন্থাগার এর উদ্যাগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সংগঠনের কার্যালয় এ সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগর সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান।
প্রধান আলোচক ছিলন নেত্রকানা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ননীগাপাল সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুর রহমান ফাউন্ডেশনএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান।
আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও নেত্রকানা অনলাইন রিপাটার্স ক্লাবের কার্যকরী সভাপতি আলী আমজাদ এর সভাপতিত্বে ও খন্দকার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন: মুক্তিযাদ্ধা হায়দার জাহান চেধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালক তালুকদার, সাবক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উদীচীর জেলা কমিটির সভাপতি মাস্তাফিজুর রহমান খান, নেত্রকানা সাহিত্য সমাজ ও নেত্রকানা অনলাইন রিপাটার্র্স ক্লাবের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চেধুরী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামর সভাপতি খলিলুর রহমান শেখ, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সরকারি কলেজের সাবক ভিপি দেবশঙ্কর রায়, শিক্ষক আবু হানিফা ও সাংবাদিক পল্লব চক্রবর্তী প্রমুখ।
অনুভুতি ব্যক্ত করেন সম্মাননা প্রাপ্ত গুণিজন সঞ্জয় সরকার। অনুষ্ঠান সঞ্জয় সরকারের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও প্রসংসাপত্র তুলে দেওয়া হয়।
ছড়াকার ও গবষক সঞ্জয় সরকার পেশায় একজন সাংবাদিক ও উন্নয়নকর্মী। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচটি। সেগুলো হলো, ‘নেত্রকোনার লাক-লাকাÍর’, ‘নেত্রকানার লোকসাহিত্য ও সংস্তি’, ‘সানামুখি সুই’, ‘ফাগুন দিনর আগুন ছড়া’ এবং ‘পরী ও তার গুড্ডু’।
এআরএফবির প্রতিষ্ঠাতা দিলওয়ার খান জানান, ২০১১ সাল প্রতিষ্ঠিত এ সংগঠনটির পক্ষ থেকে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর একজন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়।