কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা : “আসুন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতন হই। সবুজ গ্রাম গড়ে তুলি” এই ম্লোগানে নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চলে সবুজ গ্রাম ঘোষণা করতে কর্মসূচি নেয়া হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুনবালী গ্রামকে সবুজ গ্রাম করতে উদ্বুদ্ধকরণ সভায় পরিবেশ বান্ধব চুল্লি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
গ্রাামের অক্সিজেন যুবসংগঠন ও ফুলপাখি কিশোরী সংগঠনের আয়োজনে পরিবেশ গবেষনাকারী প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ ধরনের ব্যাতিক্রমি অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। গ্রামের মাঠে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা সংস্কৃতি পরিবেশ বৈচিত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক নাজমুল কবীর সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক মঈনউল ইসলাম সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ গ্রামের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
বারসিকের ওহিদুজ্জামান জানান, সবুজ গ্রাম করতে ৫০ জন গৃহিনীকে পরিবেশ বান্ধব ধোঁয়ামুক্ত চুলা, গ্রামকে পলিথিনমুক্ত করতে পাটের ব্যাগ, বিভিন্ন ঔষধি গাছের চারা, গাছে গাছে পাখির আশ্রয়ে মাটির কলসি, সচেতনতামূলক ফেস্টুনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও গ্রামটি ভিক্ষুক মুক্ত করতে খোঁজে বের করা তিন ভিক্ষুককে পুর্নবাসন করার উদ্যোগ নেয়া হয়। সেই সাথে গ্রামের সমস্যা নিয়ে যাতে থানা-পুলিশ করতে না হয় সে লক্ষ্যে ঐক্যবদ্ধ করার জন্য কাউসিলিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে।