কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা : ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় নেত্রকোনায় সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নে চার দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশের সহায়তায় নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে নিউজ নেটওয়ার্ক এই কর্মশালার আয়োজন করেছে।
সোমবার সকালে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিষ্ট রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ও নেত্রকোনার কর্মশালা সমন্বয়কারী প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।
কর্মশালার প্রথম দিনে ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা বিষয়ক বিভিন্ন আলোচনা ও সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।