শিমুল শাখাওয়াতঃ
মহান অমর একুশে বই মেলা ২০২০ শে কবিতার বই “মন ধুয়ে নেই জলে এর পাশাপাশি আসছে প্রখ্যাত কথা সাহিত্যিক বাংলা একাডেমি ও একুশে পদক পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম খালেকদাদ চৌধুরীর পৌত্র তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীর প্রথম উপন্যাস ‘ঘর বাঁধলেই, ভালোবাসা হয় না’।
বরাবরের মতো এবারও ভালবাসার কবির প্রথম উপন্যাসের প্রচ্ছদ করেছেন দেশের আরেকজন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুবএষ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপন্যাসের প্রচ্ছদ আপলোড করায় তরুণ প্রজন্মের পাঠক এবং সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক কৌতুহল ও সাড়া পরিলক্ষিত হচ্ছে। অনেকেই সরাসরি ভালবাসার কবিকে ফোন করে আবার কেউ কেউ ফেসবুকের মাধ্যমে অভিনন্দন জানিয়ে উপন্যাসের বিষয় বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন। এ ব্যাপারে লেখক তানভীর জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া বাস্তবধর্মী বিষয় বিশেষ করে জীবন, প্রেম, ভালবাসা ও সংসারের নানা ধরণের টানা পূরণ নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। আশা কবি, আমার কাব্য গ্রন্থের মতো উপন্যাসটিও তরুণ পাঠক সমাজে সমাদৃত হবে। নতুন প্রজন্মের পাঠকরা উপন্যাসটি ভাল ভাবেই লুফে নিবে।