মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পরে আজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকার সময় জারিয়ার বালুঘাটা নামক স্থানে জারিয়া টু ঢাকা গামী বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পরে রেশমা খাতুন( ৩৮)নামে এক মহিলার মৃত্যু হয়। জানা যায় রেশমা খাতুন(৩৮)দূর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের রফিক মিয়ার স্ত্রী।পূর্বধলা রেল ষ্টেশনের বুকিং সহকারী মোঃ আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ সকালে ওই নারী জারিয়া থেকে রেল লাইনের উপর দিয়ে হেটে আসছিলেন।এ সময় ঢাকা থেকে জারিয়া গামী ৫০নং আপ বলাকা কমিউটার ট্রেনটি মহিলার কাছাকাছি আসলে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার প্রকৃত কারন এখনো জানা যায়নি।