নেত্রকোনা প্রতিনিধিঃ
নেএকানার অনলাইন সংবাদপত্রে কর্মরত প্রকাশক, সম্পাদক, সংবাদাতা, টিভি মিডিয়া ,সুধী সমাজের ব্যাক্তিবর্গ ও যে সকল পত্রিকার অনলাইন সংস্করণ রয়েছে সকলের সমন্বয়ে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীকে সভাপতি ও নেত্রকোনার আলো ডটকম এর সম্পাদক সোহেল রেজাকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নেত্রকোনা অনলাইন রির্পোটার্স ক্লাব এর কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে।
গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ১১ টায় নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার এলাকায় হাসেম
প্লাজার ৫ম তলায় কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক দোলোয়ার খান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ননী গোপালসরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মতীন্দ্র সরকার।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার
জাহান চৌধুরী, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা টিভি ফোরামের সাবেক সভাপতি ভজন দাস, টুডে জার্নালের সম্পাদক ও প্রকাশক মোশাররফ
হোসেন খসরু, দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ছড়াকার সঞ্জয় সরকার, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি
মনিরুজ্জামান খুশবু সহ জেলার সাংবাদিক ও সুধী সমাজের ব্যাক্তিবর্গ।
কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক কারুজ্জামান চৌধুরী (সভাপতি), কার্যকরী সভাপতি – সাপ্তাহিক কৃষকের বাণীর সম্পাদক আলী আমজাদ শতদল গোষ্ঠীর পরিচালক আলী আসকর খান
সেন্টু (অসাংবাদিক ), সহ সভাপতি – সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত সিনিয়ার সাংবাদিক মোশাররফ হোসেন খসরু (সম্পাদক টুডে জার্নাল), নেত্রকোনা রাইফেলস ক্লাবের সম্পাদক সারোয়ার
জাহান রঞ্জন (অসাংবাদিক), হুমায়ুন কবির আহমেদ (দৈনিক অধিকার), তানভীর জাহানা চৌধুরী (সহ-সম্পাদক টুডে জার্নাল), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক – সোহেল রেজা (সম্পাদক-
নেত্রকোনার আলো ডটকম), যুগ্ম সম্পাদক –শফিকুল ইসলাম (দৈনিক কালবেলা), শফিকুল আলম
শাহীন (সম্পাদক পূর্বকন্ঠ), সৈয়দ আরিফুজ্জামান (সম্পাদক আজকের আরবান), তোবারক
হোসেন খোকন (সম্পাদক সুসং নিউজ), শফিকুল ইসলাম তালুকদার (দৈনিক যুগান্তর,
খালিয়াজুরি), সহ-সম্পাদক – মোহাম্মদ গোলাম মোস্তফা (সম্পাদক রাজধলা.কম), শেখ সেলিম
রেজা ( ভাইস চেয়ারম্যান ২৪ ঘন্টা টিভি), সোহেল খান দুর্জয় (দৈনিক প্রতিদিনের সংবাদ),
সুলতান আহমেদ (দৈনিক করতোয়া), সাংগঠনিক সম্পাদক – সোহরাব উদ্দিন আকন্দ (২৪ঘন্টা
নিউজ), অধ্যক্ষ শফিকুজ্জামান ( দৈনিক ইকরা প্রতিদিন), সৈয়দ ওয়াসিউল্লাহ রাসেল (সহ
সম্পাদক সিএনএনিউজ), মোতাহার আলম চৌধুরী (দৈনিক সমকাল- মদন), আনিসুল আলম
তালুকদার শামীম (দৈনিক সংবাদ-বারহাট্টা), সহ সাংগঠনিক সম্পাদক- মেহেদি হাসান দুলন
(নয়া দিগান্ত-মোহনগঞ্জ), মো: আসাদুজ্জামান খান সোহাগ (দৈনিক যায়যায় দিন-আটপাড়া),
এ কে এম মোজাম্মেল হক (দৈনিক নওরোজ-কলমাকান্দা), মাইনউদ্দিন সরকার রয়েল (বাংলাদেশ
টুডে-কেন্দুয়া), রেজাউল হাসান সুমন (নেত্রকোনা নিউজ২৪), দপ্তর সম্পাদক – আবুল কালাম
(দৈনিক বর্তমান), উপ দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন (সম্পাদক-বাংলার আওয়াজ), কোষাধ্যক্ষ – আবুল কাইয়ূম আহমেদ (সহ সম্পাদক নেত্রকোনার আলো), তথ্য ও গবেষণা সম্পাদক -নাজিম
উদ্দিন বাবুল ( নিউজ ২৪), উপ তথ্য ও গবেষনা সম্পাদক- রাজেশ গৌড় (সম্পাদক- দুর্গাপুর
নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শফিকুল ইসলাম কুদ্দুস ( দৈনিক ঢাকা প্রতিদিন), উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক- এমদাদুল ইসলাম (ডেইলি অবজারভার-পূর্বধলা), সমাজ কল্যান
সম্পাদক -এস এম লূৎফর জামান লিটন (সম্পাদক সিএনএনিউজ), উপ সমাজ কল্যান সম্পাদক-
শেখ মোঃ শাখাওয়াত হোসেন শিমুল (সম্পাদক ও প্রকাশক দৈনিক পূর্বময় ডটকম), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- কামাল হাসান (বিবিসি
নিউজ ২৪), উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- আমিনুল ইসলাম রেজভী, মহিলা বিষয়ক সম্পাদক-
সাদিয়া আফরিন জনি ( নির্বাহী সম্পাদক নেত্রকোনার আলো), আপ্যায়ন বিষয়ক সম্পাদক – মুহ. জহিরুল ইসলাম অসীম (এবি৭১.টিভি), উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মোঃ হাবিবুর
রহমান রতন (দৈনিক কালের ছবি), ক্রীড়া সম্পাদক- মিছবাহ উদ্দিন কান আসাদ ( দৈনিক আমাদের
বার্তা), উপ ক্রীড়া সম্পাদক- আশরাফুল আলম (প্রকাশক দুর্জয় বাংলা), সাহিত্য ও সংস্কৃতিক
সম্পাদক – সাইফুল ইসলাম জুয়েল (বাংলাদেশ বেতার প্রতিনিধি), উপ সাহিত্য ও সংস্কৃতিক
সম্পাদক – সৈয়দ সময় সারোয়ার (দৈনিক আজকের প্রভাত), এছাড়াও সম্মানিত সদস্য- অধ্যাপক মতীন্দ্র সরকার (প্রাবন্ধিক ও শিক্ষাবিদ), অধ্যক্ষ ননী গোপাল সরকার ( কবি ও প্রাবন্ধিক), আলী আহাম্মদ খান আইয়োব ( লেখক ও গবেষক), সিনিয়র সাংবাদিক দেলোয়ার খান ( দৈনিক আমাদের নতুন সময়), জেলা টিভি ফোরামের সাবেক সভাপতি ভজন দাস ( ষ্টাফ রিপোর্টার এনটিভি),
সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার ( দৈনিক জনকন্ঠ), খায়রুল আলম রফিক ( সম্পাদক ২৪ঘন্টা
নিউজ), এস এম শামীম আহমেদ (সম্পাদক-কলমাকান্দা ডটকম), ডাক্তার হাবিবুর রহমান লাভলু (প্রভাষক ময়মনসিংহ মেডিকেল কলেজ), ডাক্তার মোঃ মাজাহারুল আমিন (মেডিকেল অফিসার
বারহাট্টা থানা স্বাস্থ্য কমপ্লেক্স) , এনামুল হক পলাশ (লেখক), পবিত্র চন্দ্র সরকার (সমাজ কর্মী) সহ
সাধারন সদস্য রেখে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।