সম্রাট পারভেজ, জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (২০১৯-২০) শিক্ষাবর্ষের (১৪ তম ব্যাচের) ১ম বর্ষ (স্নাতক) শ্রেণির নবীন শিক্ষার্থীদের আগামী ০৩ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১টায় “গাহি সাম্যের গান মঞ্চে” বরণ করে নিবেন বিশ্ববিদ্যালয় পরিবার।
নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখবেন কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর,রেজিস্টার(ভারপ্রাপ্ত) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্নবিদ্যালয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. জালাল উদ্দিন (ট্রেজারার),প্রফেসর ড. সুব্রত কুমার দে (ডিন,ব্যবসায় প্রশাসন অনুষদ), প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন (ডিন, কলা অনুষদ), প্রফেসর ড. মো. নজরুল ইসলাম (বিভাগীয় প্রধান,অর্থনীতি বিভাগ), ড. মো. সুজন আলী (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা), জনাব মো. শফিকুল ইসলাম (সভাপতি, শিক্ষক সমিতি) সহ আরও অনেকেই।
নবীন বরনে শিক্ষার্থীদের জন্য বিকেল ৩ টায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে থাকবে বাংলাদেশের তরুণদের প্রিয় ব্যান্ড দল রক এশেজ সহ আরও অনেকেই।
উক্ত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের সবিনয়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুব্রত কুমার দে (আহ্বায়ক,ওরিয়েন্টশন আয়োজক কমিটি ও ডিন,ব্যবসায় প্রশাসন অনুষদ) ও কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর (সদস্য সচিব,ওরিয়েন্টশন আয়োজক কমিটি ও রেজিস্টার, ভারপ্রাপ্ত)।