সম্রাট পারভেজ,জাককানইবি প্রতিনিধি :
এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক। দুটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠলে এটাকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে পারি। দীর্ঘস্থায়ী এবং সুদৃঢ় সম্পর্ক দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এই সুদীর্ঘ সম্পর্কের জন্য প্রয়োজন সঠিক চর্চা ও দিক নির্দেশনা। যার সূচনার আর্দশ সময় এই ছাত্রঅবস্থায়, তার লক্ষ্য এ একটি কুটনৈতিক সম্পর্ক চর্চা বা ডিপ্লোমেসি চর্চার জন্য একটি ক্লাব বা সংগঠনের প্রয়োজনীয়তার অনুভবে বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয় এই সংগঠন। যেখানে এই বৈশ্বিক সমস্যার জটিল এমন বিষয়গুলোর সমাধান করে শান্তির বার্তা প্রতিষ্ঠাতা করতে যাত্রা শুরু হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকাল ১১ টা সময় কেক কেটে ক্লাবটির উদ্বোধন ও কমিটি ঘোষণা করা হয় জাককানইবি মডেল ইউনাইটেড নেশন(JKKNIUMUN)
আর এই ক্লাবের প্রধান একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হলো কুটনৈতিক সম্পর্ক চর্চার একটি আদর্শ প্লাটফর্ম বা ক্ষেত্র তৈরী করা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমাদের শিক্ষার্থীর বহিবিশ্বে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়।
উক্ত ক্লাবের শুরু থেকে সম্পৃক্ত রয়েছেন জাককানইবি কয়েকজন তরুন শিক্ষার্থী-
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সোহানুর রহমান,সেক্রেটারি হিসেবে প্রবীন ত্রিপুরা এবং Advisory Pannel এ রয়েছেন ডঃ এ এইচ এম মুস্তাফিজুর রহমান স্যার(মাননীয় ভাইস চ্যান্সেলর, জাককানইবি),ডঃ মোহাম্মদ শেখ সুজন আলী স্যার (স্টুডেন্ট advisor এবং প্রফেসর সিএসই বিভাগ জাককানইবি),মোহাম্মদ বাকী বিল্লাহ সহকারী প্রক্টর,বিভাগীয় প্রধান ফোকলোর বিভাগ,কে এম মাহমুদুল হক, লেকচারার ( নৃবিজ্ঞান বিভাগ),কাজী সাইফুর রহমান ( লেকচারার, Finance and Banking বিভাগ),ইবনুল হায়দার নাকিব( ফর্মার প্রেসিডেন্ট Skill Development Club),অমিত হাসান রনি( ফর্মার প্রেসিডেন্ট JKKNIUCC)
সুন্দর সংস্কৃতি ও সুস্থ কুটনৈতিক চর্চার মাধ্যমে এই সংগঠন এগ্রিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন তারা।