নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পূর্ব শুত্রম্নতার জেরধরে প্রতিপড়্গ বোর বীজতলায় আগাছা নাশক বিষ প্রয়োগে ২০ কেজি ধানের চারা বিনষ্ট করায় নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মমতাজ বেহম নামের এক নারী ।
অভিযোগ সুত্রে জানাগেছে –নালিতাবাড়ী ইউনিয়নের চিনামারা গ্রামের মজিবর রহমান নামের এক ব্যক্তির ১০ শতক জমিতে তিনটি পস্নটে হাইব্রিট হিরা -১৯ , ১২০৩ ও উন্নত চায়না জাতের ১৫ কেজি বোর ধানের চারা চিনামারা মৌজায় ৩৬২ নং দাগে নিজদখলীয ১০ শতক জমিতে ৩০ দিন পূর্বে বীজধান বপন করেন । গত ১৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত অনুমান ১১ টার সময় একই গ্রামের মোঃ রইছ উদ্দিন (৬০), আকতারম্নজ্জামান (৪০) ও রইছ উদ্দিনের ছেলে এনামূল (২৮) কে অভিুযুক্ত করে নালিতাবাড়ী থানায় মজিবর রহমানের মেয়ে মোছা মমতাজ বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন । অভিযোগের প্রেড়্গিতে ঘটনাস্থল পরির্দশন করেছেন নালিতাবাড়ী থানা পুলিশ ।
এলাকাবাসী জানান — চিনামারা গ্রামের মোঃ মজিবর রহমান ও মোঃ রইছ উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দির্ঘদিন মামলা মোকদ্দমা চলছিল । উভয় পরিবারের মধ্যে পূর্ব দন্ধ কলহ বিদ্যমান ছিল । এই ঘটনাও পূর্ব শুত্রম্নতার জের ।
মামলার বাদী মমতাজ বেগম বলেন– এনামুল বেশ কিছুদিন আগে তার পিতা মজিবর রহমানের মাথায় আঘাত করেছিলেন । এবার বাপবেটা মিলে তাদের বীজ তলায় বিষ প্রয়োগে চারা নষ্ট করেছে ।
মজিবর রহমান বলেন— আমাদের ৫ একর জমিরি জন্য চারাগুলি ফেলেছিলাম , কিনত্ম প্রতিপড়্গ রোপন করার অগেই বিষ দিয়া চারাগুলি মেরে ফেলেছে ।
এ ব্যাপারের এনামূল জানান— আমি এলজি ট্রের্ডাসে চাকরি করি , আমি সেদিন ১১ টার মধ্যে বাড়ি ফিরি নাই ।