পূর্বময় ডেস্ক ঃ আজ ১৭ জানুয়ারী ২০২০ থেকে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে চারদিন ব্যাপী “রঙ্গভূমি আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২০”।
“পুষে চলি শিল্পের সাহস” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের রঙ্গভূমি থিয়েটার কর্তৃক আয়োজিত উৎসবে সুদূর ভারত থেকে আগত ৩টি এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত ৪টি নাট্যদল অংশগ্রহণ করছে। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় ময়মনসিংহের প্রতিষ্ঠিত নাট্য সংগঠন মুক্তবাক থিয়েটারের নাটক- “কী চাহ শঙ্খচিল”। নাটকটি ময়মনসিংহের গন্ডি পেরিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নাট্যোৎসবে ব্যাপক সাড়া ফেলেছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার স্বামী, সন্তান, সংসার তথা সম্মান হারানোর আর্তনাদের কথামালা নিয়ে মমতাজ উদদীন আহমেদ রচিত ‘কী চাহ শঙ্খচিল’ নাটকটির নির্দেশনা দিয়েছেন হাবিবুর রহমান তুষার। নাটকটির মূখ্য ভূমিকায় অভিনয় করেন নূছরাত ইমাম বুলটি।
নির্দেশক হাসিবুর রহমান তুষার বলেন, “প্রখ্যাত নাট্যকার মমতাজ উদদীন আহমেদ রচিত এ নাটকটি দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরে স্বস্তিবোধ করছি। এমনই অনেক অজানা নির্মম ঘটনা রয়েছে মুক্তিযুদ্ধকে ঘিরে। নতুন প্রজন্মের কাছে এসব ইতিহাস নাটকের মাধ্যমে পৌঁছে দেয়ায়ই মূল লক্ষ্য। তিনি আরো বলেন, রঙ্গভূমি আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণে আমি আনন্দিত। এ উৎসবে ভারতের বেশক’টি নাট্যদল অংশগ্রহণ করছে, তারা এই নাটকটি মাধ্যমে বাংলাদেশ সৃষ্টির পেছনে আত্মত্যাগের ইতিহাস কিছুটা হলেও জানতে পারবে।” ফেইম মিউজিক্যাল ব্যান্ডের পৃষ্ঠপোষকতায় উৎসবটিতে মিডিয়া পার্টনার হিসেবে আছে সময় টিভি এবং বিজয় ৭১।